ColorCraze - এর সত্ত্বাধিকারী মারুফা আক্তার স্বর্ণা'র উদ্যোক্তা হওয়ার গল্প
"যত সহজে বলে ফেলেছি, অতটা সহজ ছিলো না তখনো,এখনো না৷ তারপরো এই টুকরো গল্প গুলোই যদি কারো উৎসাহের জোগান দেয় সেটাও অনেক।
ধন্যবাদ "দর্জিআপা", একঝাক তরুন তরুনী যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে দরজায় দরজায় টেইলরিং সেবা প্রদান করার জন্য। শুভকামনা রইলো। ❤"
শুরুটা হয়েছিল পুতুলের জামা বানানো দিয়ে, আজ ২ লাখ মানুষের এক বিশাল পরিবার ও ২টি আউটলেট নিয়ে পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছেন ColorCraze - এর সত্ত্বাধিকারী মারুফা আক্তার স্বর্ণা। এই নারী দিবসে নারী উদ্যোক্তাদের এধরণের গল্প তুলে ধরতে দর্জিআপা'র এই ক্ষুদ্র প্রয়াসে পাশে থাকতে এই ভিডিওটি শেয়ার করুন।